বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিভিন্ন সময় অনেক তারকা প্রকাশ্যে কথা বললেও কোনো আগ্রহ নেই বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। বরং তাঁর কাছে এটা খুব একঘেঁয়েমি হয়ে উঠেছে। নায়িকা জানান, বিষয়টা নিয়ে তিনি এতটাই বিরক্ত যে স্বজনপ্রীতি কথাটা শুনলেই মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন।
সম্প্রতি আইআইএফএ-তে অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর, সাইফ আলি খান ও বরুণ ধাওয়ান স্বজনপ্রীতি বিতর্কে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে বিদ্রুপ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের মন্তব্য তীব্র সমালোচনার পর তিনজনই ক্ষমা চেয়েছিলেন।
এরপরই স্বজনপ্রীতি সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিদ্যা বলেছেন, এই বিতর্কের সঙ্গে জড়িত প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে, আমি এতে ক্লান্ত হয়ে গিয়েছি। এখন তো পড়তে গিয়ে ‘স্বজনপ্রীতি’ লেখা দেখলেই পাতা উল্টে ফেলি।