কাপাসিয়ায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে জমি দখলের চেষ্টা।

Slider গ্রাম বাংলা

20394500_1941197862806172_1229410989_o নির্যাতিত পরিবারের সংবাদসম্মেলণ কাপাসিয়া প্রতিনিধিঃ- গাজীপুরের কাপাসিয়ায় জায়গা জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে মামলা হামলা ও নির্যাতনের প্রতিবাদে আবু সুফিয়ান সিকদার মিন্টু ও তার পরিবার রোববার সকালে কাপাসিয়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন।

কাপাসিয়া প্রতিনিধিঃ- গাজীপুরের কাপাসিয়ায় জায়গা জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে মামলা হামলা ও নির্যাতনের প্রতিবাদে আবু সুফিয়ান সিকদার মিন্টু ও তার পরিবার রোববার সকালে কাপাসিয়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন। উপস্থিত স্থানীয় সাংবাদিকদের কাছে দেয়া লিখিত বক্তব্যে আবু সুফিয়ান সিকদার মিন্টু বলেন আমাকে এবং আমার পরিবারকে প্রাণনাশের চেষ্টা সহ মিথ্যা মামলা দিয়ে নানা ভাবে হয়রানি করছে সিদ্দিকুর রহমান গং এবং এর ক্যাডার বাহিনী। পৈত্রিক সূত্রে ও পারিবারিক আপোষ বন্টন নামায় প্রাপ্ত উপজেলার আমরাইদ মৌজাস্থিত সম্পত্তির উপর ঢাকা কিশোরগঞ্জ রাস্তার দুইপার্শ্বে ‘‘আবু সুফিয়ান সিকদার মিন্টু সুপার মার্কেট’’ নির্মাণ করে র্দীঘ দিন যাবত নির্ধারিত দোকান ঘর থেকে বাড়াটিয়াদের সাথে ভাড়ার চুক্তি অনুযায়ী নিজস্ব সিলমহর যুক্ত ছাপানো রসিদের মাধ্যমে প্রতিমাসের ভাড়া আদায় করে আসছি। যার যার হিস্যা ঠিক থাকলেও শুধুমাত্র গো-হালট ও চৌহদ্দির অজুহাতে প্রতিপক্ষ নানা ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে । গত ২৬/০৫/২০১৭ তারিখে সিদ্দিকুর রহমানের ভাই মোখলেছুর রহমান সিকদার ও মোজাম্মেল হক সিকদারগং জোর পুর্বক তাদের জমি ও মার্কেট দখলের চেষ্টা করার অভিযোগ করেন আবু সুফিয়ান সিকদার মিন্টু । আবু সুফিয়ান সিকদার মিন্টুর ভোগ দখলীয় আরএস ৭৩ নং খতিয়ান ভূক্ত আরএস ২৪০ ও ২৪১ দাগের জমি থেকে ফসল গাছ কেটে ও দোকানের বিভিন্ন মালামাল চুরি করে দুই লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে ও অভিযোগ করেন।

আবু সুফিয়ান সিকদার মিন্টু এ ব্যাপারে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এসআই সুমন আহমেদকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দায়িত্ব ভার দেন। আবু সুফিয়ান সিকদার উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, তাদের প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান সিকদার মোটা অংকের টাকার বিনিময়ে এসআই সুমনকে হাত করতে না পেরে তার বিরুদ্ধেও নানা অপপ্রচার শুরু করে। সম্প্রতি এসআই সুমনকে জড়িয়ে উদ্দেশ্যমূলক ভাবে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। প্রকাশিত ওই সংবাদকে তারা মিথ্যা বানোয়াট, বিত্তিহীন ও হয়রানীমূলক বলে উল্লেখ করেন। তারা এর তীব্র প্রতিবাদ-নিন্দা জানিয়ে সুবিচার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগি আবু সুফিয়ান সিকদার মিন্টু ছাড়াও তার বয়োবৃদ্ধা মাতা রাহিমা আক্তার, স্ত্রী তাহমিনা, এলাকাবাসি কবির হোসেন আকন্দ, ইব্রাহীম আকন্দ, কবির হোসেন মোল্লা, গোলাম মোস্তফা সিকদার, আরিফ হোসেন সিকদার, বরকত উল্লাহ সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *