ভারতের ব্যাটিং পরামর্শক হচ্ছেন না দ্রাবিড়

Slider খেলা

75369_Rahul

ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বিদেশ সফরে থাকবেন না রাহুল দ্রাবিড়। আপাতত, এই দায়িত্বে আগ্রহী নন ‘দ্য ওয়াল’খ্যাত সাবেক এ ব্যাটসম্যান। ভারতীয় ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়। আপাতত তিনি এই দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতে চান। রবি শাস্ত্রীকে প্রধান কোচ ঘোষণা করার সময় বোলিং কোচ হিসেবে জহির খান ও বিদেশের মাটিতে ব্যাটিং কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করা হয়। এরপর হয়ে গেছে অনেক নাটক। শাস্ত্রীর চাওয়াতে জহির খানের জায়গায় বোলিং কোচ করা হয়েছে ভরত অরুণকে। আর শাস্ত্রীর সহযোগী করা হয়েছে সঞ্জয় বাঙ্গারকে। জহির খানকে অন্য কোনো দায়িত্ব দেয়া হবে বলে শুরু থেকে বলে আসা হচ্ছিল। তবে তিনি এখনো কোনো দায়িত্ব পাননি। আর রাহুল দ্রাবিড়কে পরামর্শক হিসেবে রাখার কথা বলেন শাস্ত্রী। বিদেশের মাটিতে তার ব্যাটিং পরামর্শ নেয়া হবে বলে জানানো হয়। তবে আপাতত এইসব ঝামেলার মধ্যে যেতে চাইছেন না দ্রাবিড়। বিসিসিআইয়ের পরিচালনা কমিটির প্রধান বিনোদ রাই এমন কথাই জানালেন। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ এবং ভারতের ‘এ’ দলের দায়িত্ব পালনের জন্য জাতীয় দলকে না বলেছেন দ্রাবিড়। তার ব্যাপারটা চূড়ান্তভাবে মিটমাট হয়েছে। তিনি অনূর্ধ্ব-১৯ এবং ভারতের ‘এ’ দলের সাথে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ। এজন্যই তিনি কোহলিদের সঙ্গে বিদেশে যেতে পারবেন না। তাই ব্যাটিং পরামর্শক হিসাবেও তার কাজ করা হচ্ছে না। তিনি আপাতত পুরো সময়টা তরুণদেরই দিতে চান।’ অন্যদিকে বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পাওয়ার কথা ছিল সাবেক ভারতীয় পেসার জহির খানের। বিনোদ বলছেন, তার নিয়োগ পেতেও সময় লাগবে, ‘একটা চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত তো তাকে দলের সাথে দেখা যাবে না। আমরা এমনি এমনি তাকে বলতে পারি না যে, আপনি তিন মাস কিংবা তিন সপ্তাহের জন্য দলের সঙ্গে কাজ করুন। তার আইপিএল এবং অন্য চুক্তিগুলোও দেখতে হবে আমাদের। তবে শাস্ত্রী সবসময় তার সাথে যোগাযোগ রাখছেন। দক্ষিণ আফ্রিকা সফরের আগে মনে হয় না, জহিরকে দলের পরামর্শক হিসাবে দেখা যাবে।’ ভারতীয় ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে রয়েছে। সেখানে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী বুধবার গলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *