শত কোটি টাকায় নির্মাণাধীন সেই বাঁধে ফের ধস

Slider জাতীয়

Sirajgonj_Photoসিরাজগঞ্জের চৌহালী উপজেলা রক্ষায় শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেই নদী তীর সংরক্ষণ বাঁধে ফের ধস দেখা দিয়েছে। রবিবার সকালে খাস কাউলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে ২০ মিটার এলাকায় এ ধস নামে। এ নিয়ে গত তিন মাসের ব্যবধানে এ বাঁধটির বিভিন্ন পয়েন্টে ১০ বার ধস দেখা দিলো।

জানা যায়, ২০১৫ সালে যমুনা নদীর ভাঙ্গন থেকে টাঙ্গাইলের নাগরপুর ও চৌহালী রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে সাত কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ শুরু হয়। এ প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ। এর মধ্যে নয় দফায় এ প্রকল্পের বিভিন্ন পয়েন্টে ধসে প্রায় ৫০০ মিটার বিলীন হয়ে গেছে। রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে আবারো ধস দেখা দেয়। এতে অন্তত ২০মিটার এলাকার সিসি ব্লক বিলীন হয়ে যায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, বাঁধ এলাকায় যমুনার পানির গভীরতা অনেক বেশি থাকার কারণে লাঞ্চিং জোন নিয়ন্ত্রণে আসছে না। এ কারণে বার বার ধস নামছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *