পদত্যাগ করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার

Slider সারাবিশ্ব

75201_sean

 

 

 

 

ঢাকা: এবার পদত্যাগ করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার। অ্যান্থনি স্কারামুচি নামের একজন ব্যবসায়ীকে কমিউনিকেকশন ডিরেক্টর বা যোগাযোগ বিষয়ক পরিচালক নিয়োগ দেয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর নাখোশ হয়ে তিনি পদত্যাগ করেছেন। এর আগেও ট্রাম্প প্রশাসনের শীর্ষ স্থানীয় কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তার মধ্যে রয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন, এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমি সহ আরও কয়েকজন। তবে জেমস কমিকে বরখাস্ত করা হয়েছে। জানুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন শন স্পাইসার। এরপর নানা কারণেই আলোচনায় ছিলেন তিনি। বিশেষ করে, সংবাদ সম্মেলনগুলোতে সাংবাদিকদের উদ্দেশ্যে তার বাক্যবাণ ও কটাক্ষ নিয়ে সবসময়ই সমালোচনা হয়েছে। তার কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেছেন ডনাল্ড ট্রাম্পকে আইনি সহায়তা দেয় এমন একটি দলের মুখপাত্র।  স্পাইসারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে তার এতদিনের কাজের জন্য ধন্যবাদ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ খবর দিয়েছে সিএনএন ও অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর থেকেই এক পর এক পরীক্ষার মুখে পড়ছেন ট্রাম্প। শুরুতেই তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগ করেন। আর স্পাইসারের পদত্যাগের ঘটনা এমন সময় ঘটলো, যখন রাশিয়ার সাথে সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ট্রাম্প স্বয়। তার ছেলের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। আর জি-২০ বৈঠকের রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠকের বিষয়েও ব্যাপক আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *