‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’এ শ্রীদেবীর অভিনয় করা নিয়ে কম জল ঘোলা হয়নি। কিছুদিন আগে পরিচালক ক্ষমা চাওয়ার পর বিতর্ক থেমেছে। এরই মধ্যে জানা গেল, পরের ছবিতে শ্রীদেবীকে নিতে এক প্রকার কোমর বেঁধেছেন বাহুবলীর পরিচালক এস এস রাজামৌলি।
ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে জোর গুঞ্জন, এস এস রাজামৌলি তার নতুন ছবিতে শ্রীদেবীকে কাস্ট করছেন তিনি। সঙ্গে দেখা যেতে পারে মালয়ালি সুপারস্টার মোহনলালকেও। তবে ছবির নাম, প্লট, প্রযোজক, কাস্টিং কোনও কিছুই জানা যায়নি।