২০১৪ সালের বর্ষ সেরা এ্যাথলেটের পুরস্কার পেলেন লাভিলেনি এবং এডামস

Slider খেলা
image_154089.olympics-valerie-adams-j2-pi.vadapt.620.medium.0পোল ভল্টে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারি ফ্রান্সের রেনাউদ লাভিলেনি এবং নিউজিল্যান্ডের শট-পুটার ভ্যালেরি এডামস আইএএএফ’র বর্ষ সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। ইন্টারন্যাশনাল এ্যামেচার এ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) পক্ষ থেকে মোনাকোতে গতকাল বর্ষ সেরা ক্রীড়াবিদ হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
গত বছর বর্ষ সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন স্পিন্ট কিং জ্যামাইকান উসাইন বোল্টের। গত ১৫ ফেব্রুয়ারি দোনেৎসকে ৬.১৬ মিটার অতিক্রম করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করে এ পুরস্কার লাভ করেন লাভিলেনি। ১৯৮৮ সালের পর প্রথমবারেরমত ফ্রান্সের কোন ক্রীড়াবিদ হিসেবে বর্ষ সেরার খেতাব পেলেন তিনি।
একই সঙ্গে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ২৮ বছর বয়সী লাভিলেনি বলেন, ‘২০১৪ সালের চেয়ে ভাল আর কোন বছর হতে পারে না এবং এখন আমি এ্যাথলেটিকস পরিবারের স্বীকৃতি পেলাম।’
দুই বারের অলিম্পিক এবং চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন এডামস বলেন, ‘এই পুরস্কার আমার, আমার পরিবার, আমার দেশ এবং সকল মহিলা শট-পুটারদের।’
এই প্রথমবারের মত ফিল্ড ইভেন্ট এ্যাথলেট হিসেবে দু’জন বর্ষ সেরা পুরস্কার পেলেন। একই সঙ্গে একজন পুরুষ পোল ভল্টার এবং একজন নারী শট-পুটার বিশ্ব সেরা এ্যাথলেট নির্বাচিত হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *