আগৈলঝাড়ায় চিকুনগুনিয়ায় একজনের মৃত্যু :

Slider বাংলার মুখোমুখি

Agailjhara Logo

তারিখ- ১৫ জুলাই, ২০১৭ ইং।

জনসাধারণের মধ্যে চরম আতঙ্ক
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় চিকুনগুনিয়ায় একজনের মৃত্যু হয়েছে। এখবর মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় চিকুনগুনিয়া আতঙ্কে ভুগছে সাধারণ জনগণ। স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরেও হাসপাতালে খোলা হয়নি হেল্পডেক্স।
জানা গেছে, উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের মৃত করিম মুন্সীর ছেলে সালাম মুন্সী (৪৫) ঢাকায় শ্রমিকের কাজ করতেন। ঢাকায় অবস্থানকালে সালাম চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়ে দু’দিন পর গত বুধবার বাড়িতে আসেন। বাড়িতেই এসে চিকিৎসা করাচ্ছিলেন সালাম। জ্বরের সাথে তার শরীরে বিভিন্নস্থানে ব্যথা ছিল বলে তার পরিবার সূত্রে জানা গেছে। গত শুক্রবার সকালে হঠাৎ সালাম গুরুতর অসুস্থ হয়ে পরে। এসময় তার নাক-মুখ দিয়ে রক্ত পরতে শুরু করে। তার পরিবারের লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে তাকে চিকিৎসা দেয়ার আগেই সালাম মারা যান। কর্তব্যরত চিকিৎসক ডা. মাহামুদ হাসান বলেন, জ্বর নিয়ে রোগী এলেও কোন পরীক্ষা নিরীক্ষার আগেই তিনি মারা যান। তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করা যায়নি। তবে সালামের পরিবারের দাবি সালাম চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ডা. মাহামুদ হাসান আরও জানান, রক্ত পরীক্ষার মাধ্যমে চিকুনগুনিয়া সনাক্ত করা গেলেও এই হাসপাতালে এর পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *