শাহারিয়ার সাদিক, সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি, (বিএইউএসটি) তে
সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার এন্ড স্কুলের মেক্যানিক্যাল উইং এর মাঠে BAUST SPORTS CLUB কর্তৃক আয়োজিত “2nd Inta-University Football Tournament 2017” এর উদ্বোধন হয়েছে।
উদ্বোধন করেন বিএইউএসটির মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমামুল হুদা, পিএসসি (অবঃ)।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে গ্রুপ “এ” এর Striker BBA দল Invincible CSE দলকে ২-১ গোলে পরাজিত করে।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গ্রুপ “বি” এর Innovative IPE দল West Wind ENG দলকে ৯-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের তুনীড় একাই ৫ টি গোল করেন।
বিএইউএসটি MPE অনুষদের ডীন, CEE অনুষদের ডীন, রেজিষ্ট্রার, প্রক্ট্রর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা মাঠে গিয়ে খেলা উপভোগ করেন।