যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালাতে তৈরি উত্তর কোরিয়া

Slider সারাবিশ্ব

 

07int-nkorea1-master768

 

 

 

 

 

এক টুকরা কেকের মতো সহজেই দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেওয়া যাবে। শুধু তাই নয়, নিজেদের কাছে থাকা মিসাইল দিয়ে একদম যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলে পরমাণু বোমা হামলা চালানো যাবে। নতুন করে ফের এমনটাই হুমকি দিল পিয়ংইয়ংয়।

উত্তর কোরিয়ার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আমেরিকা-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালানো হচ্ছে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই হুমকি দেওয়া হল।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ’র এক প্রতিবেদনে সিউলকে তাবেদার ‘সামরিক অপরাধী চক্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, এক টুকরা কেকের মতো সহজেই দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করা যাবে। বিবৃতিতে আরও বলা হয়, পিয়ংইয়ং এখন ধ্বংস করে দিতে পারবে মহাসাগরের ওপারে অবস্থিত আমেরিকাকেও। পিয়ংইয়ং দাবি করেছে, আমেরিকার কেন্দ্রস্থলে বড় পরমাণু বোমা হামলা চালানো যাবে।

৪ জুলাই আমেরিকার স্বাধীনতার দিনটিতে উত্তর কোরিয়া প্রথম বারের মতো আইসিবিএম’এর সফল পরীক্ষা করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এই পরীক্ষাকে আমেরিকার জন্য উপহার হিসেবে মন্তব্য করেছে। আর এরপরেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশাল সামরিক মহড়া শুরু করেছে আমেরিকা। আর এরপরেই এই হুমকি দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *