নুপুর শর্মা তলব, ২৫ জুন সকাল ১১টায় হাজির হওয়ার নির্দেশ ,বিজেপি নেতা গ্রেফতার

Slider ফুলজান বিবির বাংলা

দিল্লি: বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ভারতের মুম্বাই পুলিশ বিজেপি নেত্রী নুপুর শর্মাকে ২৫ জুন সকাল ১১টায় মোম্বে পুলিশ দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই ঘটনায় থানায় মামলাও হয়েছে। এই ঘটনাকে ঘিরে ভারতে মুসলিম সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা ও ভাঙচূরের ঘটনায় এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে কিছু রাজ্যে সেনা মোতায়েনের দাবিতে হাইকোর্টে আবেদন করা হয়েছে। হাইকোর্ট ১৫ জুনের মধ্যে পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।

এদিকে এক মুসলিম নেতার বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় দেবতাকে অবমাননার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে মন্তব্য করার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে বিজেপি।

কলকাতার গনমাদ্যম বলছে, কলকাতা পুলিশ সমন পাঠাল বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে। আগামী ২০ জুন তাঁকে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে বলা হয়েছে। একই ইস্যুতে মুম্বই পুলিশও তাঁকে তলব করেছে।

নারকেলডাঙা থানা ছাড়াও কাঁথিতেও নূপুরের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠানো হয়েছে নূপুরকে। ঘৃণাভাষণের অভিযোগে নূপুরের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়া–সহ নানা ধারায় মামলা করা হয়েছে। নূপুরকে দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দিয়েছেন মামলাকারী। এদিকে, বিজেপি নেত্রীকে তলব করেছে মুম্বই পুলিশও। আগামী ২৫ জুন সকাল ১১টায় নূপুরকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বয়ান রেকর্ড করা হবে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। যে টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ।

এটা ঘটনা পয়গম্বর ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। এখন দেখার বহিষ্কৃত বিজেপি নেত্রী আদৌ হাজিরা দেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *