সন্ধ্যায় মোদীর শপথ পৌঁছেছেন নওয়াজ শরীফ

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ সারাবিশ্ব

Modi ড়
গ্রাম বাংলাআন্তর্জাতিক ডেস্ক
ঢাকা:  আজ সন্ধ্যায় ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে  শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দেশি বিদেশি প্রায় চার হাজার অতিথি। ইতোমধ্যে ভ্যানুতে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

শপথ অনুষ্ঠানে যোগদান নিয়ে সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকালে ৩০ সদস্যের দল নিয়ে নয়াদিল্লি পৌঁছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাপান সফরের কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উপস্থিত থাকবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এ শপথ বাক্য অনুষ্ঠানে এক সময় প্রচারকের দায়িত্ব পালনকারী রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ’র (আরএসএস) শীর্ষ তিন নেতা উপস্থিত থাকতে পারেন বলে সূত্র জানিয়েছে।

শপথ বাক্য অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে ইতোমধ্যে দিল্লি পৌঁছেছেন। মোদীর সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক থাকলেও রাজাপাকসে উপস্থিত থাকবেন বলে থাকছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।

বিশ্ব নেতাদের মধ্যে ‍ইতোমধ্যে পৌঁছেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। বিকেলের আগেই পৌঁছাবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং, নেপালের প্রধানমন্ত্রী শুশিল কৈরালা, মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামেন।

নওয়াজ শরীফ উপস্থিত থাকবেন এজন্য প্রথমে মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত যোগ দেওয়ার কথা জানালেন শিবসেনা প্রধান উদ্ভাব থাকচেরি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আখিলেশ যাদব উপস্থিত থাকলেও থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী এবং ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এতসব অতিথির উপস্থিত থাকার কথা জানা গেলেও নরেন্দ্র মোদীর পরিবারের সদস্যরা এমনকি মা হিরাবেন উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *