‘চালবাজ’ ছবির শুটিংয়ের জন্য গত ১৯শে জুন লন্ডন পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। পরদিন থেকেই কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে শুটিংয়ে অংশ নেয়ার কথা থাকলেও তা হয়নি। আটকে গেল শাকিবের নতুন ছবির শুটিং। কলকাতার একটি পত্রিকা সূত্রে জানা যায়, কলকাতার সিনে ফেডারেশন ও এসকে মুভিজের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (এফসিটিডাব্লিউইআই)-কে এসকে মুভিজের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠিয়েছে। ফেডারেশনের বিরুদ্ধে প্রোডাকশন হাউসটির অভিযোগ, লন্ডনে জয়দীপ মুখার্জির ‘চালবাজ’ ছবির শুটিং করার কথা ছিল। ফেডারেশনের খামখেয়ালি মনোভাবের জন্য সেই শুটিং শুরু করা যায়নি। তবে এ ছবির কলাকুশলীরা সব ব্রিটেনে অলস সময় কাটাচ্ছেন এখন। এ বিষয়ে শাকিব খানকে ফোন করা হলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ প্রতিবেদন লেখা অবধি ভাইবারে, হোয়াটস অ্যাপেও যোগাযোগ করে পাওয়া যায়নি তাকে। ফেডারেশনের অনুমতি না পেলে কাজ শুরু করতে পারবেন না তারা। শুটিংয়ের অনুমতি দেয়া নিয়ে এফসিটিডাব্লিউইআই প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, ১৯ জন টেকনিশিয়ানকে লন্ডনে না নিয়ে যাওয়া পর্যন্ত শুটিং করতে পারবে না প্রযোজক সংস্থা। নোটিশে আরো বলা হয়েছে, বিদেশে শুটিং করার জন্য এফসিটিডাব্লিউইআইর সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের। সেই চুক্তি মেনে কাজ করতে হতো প্রযোজক সংস্থাগুলোকে। গত ৩০শে এপ্রিল এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে সেই গাইডলাইন মানতে আর বাধ্য নন প্রযোজকরা। এদিকে শুটিং ইউনিটের অনেকে ভিডিও শেয়ার করছেন লন্ডন থেকে। যেখানে সবার বক্তব্য একটাই, শুটিং আপাতত বন্ধ। শুটিং আটকে থাকায় বিপাকে পড়েছেন প্রযোজক সংস্থা। স্বরূপ বিশ্বাসের বক্তব্য, শিগগিরই টেকনিশিয়ানদের তারা ফিরিয়ে আনবেন। চেনাজানাদের ধরে পাউন্ড জোগাড় করে ফেডারেশনই তাদের খাওয়াচ্ছে বলে দাবি তার। ছবির প্রযোজক হিমাংশু ধানুকা কিন্তু টুইটারে ছবি দিয়ে অভিযোগ করছেন, খাবার সাজিয়ে দিলেও ফেডারেশনের ‘নিষেধে’ হোটেলের ঘর থেকে নেমে খেতে আসছেন না টেকনিশিয়ানরা। প্রশাসনের একটি সূত্রের খবর, নেদারল্যান্ডসে মুখ্যমন্ত্রীর কানেও খবরটি পৌঁছেছে। তবে এখনো সমাধান হয়নি। টুইটারে ‘শুট শুড নট স্টপ’ হ্যাশট্যাগ দিয়ে নায়ক জিতের আশঙ্কা, এ রকম চলতে থাকলে সিনেমার জন্য টাকা ঢালতে অনেকেই উৎসাহ হারাবেন।