ডিমলা সংবাদ

Slider রংপুর

Dimla News 22 2

 

 

 

 

ডিমলা নীলফামারী প্রতিনিধি ঃ ২২ শে জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডিমলা উপজেলা শাখার আয়োজনে সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টুর সঞ্চালনায়, যুবলীগ সভাপতি শৈলেন চন্দ্র রায়ের সভাপতিত্বে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নীলফামারী জেলা সভাপতি এ্যাড: রমেন্দ্রনাথ বর্দ্ধন বাপ্পি, সাধারন সম্পাদক শাহিন মাহমদ, যুগ্ন সাধারন সম্পাদক জাফর সাদিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নীলফামারী পরিষদ সদস্য মোঃ ফেরদৌস পারভেজ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাবু উত্তম কুমার রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার, আলমগীর কবির প্রমুখ।

এছাড়াও ১০ ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউনিয়ন সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

ডিমলায় নিষিদ্ধ কারেন্ট জাল অবাদে বিক্রয় হচ্ছে।

ডিমলা নীলফামারী প্রতিনিধি:  নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর সহ গয়াবাড়ী, বালাপাড়া, ঝুনাগাছ চাপানী এসকল হাট বাজারে র্নিবিঘেœ সরকার নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে। একটি সুবিধাবাধী ব্যবসায়ী চক্র নৈশ কোচে ঢাকা এবং সৈয়দপুর হতে অটোবাইকে এসব কারেন্ট জাল ডিমলা বাজারে এতে খুচরা এবং পাইকারী বিক্রি করছেন। এসব জাল বিক্রেতার বিরুদ্ধে অভিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে তীর্ব্র দেশিও মাছের সংকট হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি জানান আমরা খুব শিগ্রই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি।

গত বছর ডিমলা বাজারে কয়েক জন দোকানদারের কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হলেও তাদের এজাল বিক্রির অভ্যাস পরিবর্তন হয়নি।
এসব জাল বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *