লালমনিরহাটের আদিতমারীতে বাটি নিয়ে সংঘর্ষে শ্রমিক নিহত

Slider গ্রাম বাংলা

228926_138

এম এ কাহার বকুল;  লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার আদিতমারীতে খালি টিফিন বাটি নিয়ে সংঘর্ষে আব্দুর রাজ্জাক (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬জুন) সন্ধ্যায় আদিতমারী উপজেলার পলাশী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শ্রমিক আব্দুর রাজ্জাক উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় দুপুরের খাবার নিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের সংস্কার কাজের শ্রমিক হিসেবে কাজে আসেন আব্দুর রাজ্জাক। ওই কাজে তার সাথে অন্যসব শ্রমিকের মত তার এলাকার নুরুজ্জামানের ছেলে রিপনও কাজে আসেন। খাবার শেষে টিফিন বাটি ফেলে যান রিপন। সেই বাটি নিয়ে যান শ্রমিক রাজ্জাকের ভাই জাহেদুল ইসলাম। পরে তাদের টিফিন বাটি অনিচ্ছাকৃত ভুলে বদল হয়।
এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় বিতর্ক বাঁধে রিপন ও রাজ্জাকের মাঝে। বিতর্কের এক পর্যায়ে রিপন ও তার বাবা নুরুজ্জামান লাঠি দিয়ে রাজ্জাককে এলোটাতারি মারপিট করে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় শ্রমিক রাজ্জাককে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় শ্রমিক রাজ্জাক।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, এখনও মামলা হয় নি। তবে ঘাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশী চেষ্টা অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *