দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশি কিশোর

Slider ফুলজান বিবির বাংলা বাংলার সুখবর

70267_bu

 

 

 

 

ঢাকা: ২১তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের কিশোর মোহাম্মদ তরিকুল ইসলাম (১৩)। পুরস্কার হিসেবে সে পেয়েছে ২ লাখ ৫০ হাজার দিরহাম। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ৫৪ লাখ ৮৪ হাজারেরও বেশি। দুবাইয়ের আল মামযারে অবস্থিত দুবাই কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করেন দুবাইয়ের ডেপুটি শাসক শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। কোরআন পাঠ প্রতিযোগিতায় প্রথম হওয়া ছাড়াও ‘বিউটিফুল ভয়েস’ ক্যাটাগরিতে চতুর্থ হয়েছে তরিকুল।

তরিকুল প্রতিযোগিতার নবম রাতে কোরআন পাঠ করে। তার কণ্ঠে কোরআনের আয়াতের শক্তিশালী উপস্থাপনায় বিস্মিত হয়ে যান দুবাই চ্যাম্বারের দর্শকরা। মোট ৮৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থানের দাবিদার হয় তরিকুল। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন আমেরিকান প্রতিযোগী হুজাইফাহ সিদ্দিকী। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিনি পান, দুই লাখ দিরহাম। দ্বিতীয় স্থান অধিকারী হওয়ার পাশাপাশি  ‘বিউটিফুল ভয়েস’ ক্যাটাগরিতে প্রথম হন সিদ্দিকী। সম্মিলিতভাবে তৃতীয় স্থান অধিকার করেছে গাম্বিয়ার মোদো জোবে, সৌদি আরবের আবদুল আজিজ আল ওবাইদান ও তিউনিশিয়ার র‌্যাচিড আল্লানি। তৃতীয় স্থান হিসেবে তারা সম্মিলিতভাবে পেয়ছে ১ লাখ ৫০ হাজার দিরহাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *