এমসি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

Slider সিলেট

d332579a01c313c8a9230276d6c8ba77-4

 

 

 

 

সিলেট: সিলেট এমসি কলেজ হোস্টেলের সামনে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে বালুচর সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে বালুচর-আম্বরখানা সড়কে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান- সোমবার রাতে একটি দ্রুতগতির প্রাইভেটকার একই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শিবলীকে চাপা দিয়ে পালিয়ে যায়। শিবলী বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিবলী বালুচর এমসি কলেজের আবাসিক হোস্টেলে থাকেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান, এই সড়কে স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। শিক্ষার্থীসহ স্থানীয়দের বহুদিনের দাবি স্পিড ব্রেকার নির্মাণ ও অবৈধ গাড়ির স্ট্যান্ড সরিয়ে নেয়া। কিন্তু প্রশাসন অজ্ঞাত কারণে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন শাহ্‌পরাণ থানার ওসি আখতার হোসেন। তিনি জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। কিছু সময়ের মধ্যে অবরোধ তুলে নেয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষর্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *