মানবপাচারের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল গ্রেপ্তার

Slider বাংলার মুখোমুখি

69755_ss

 

 

 

 

নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মানবপাচার ও শ্রমিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্ক সিটির একজন প্রসিকিউটর জানান, শাহেদুল ইসলাম তার গৃহকর্মীকে হুমকি ও ভীতি প্রদর্শন করে বিনা বেতনে কাজ করাতেন।
কুইন্সের এটর্নি রিচার্ড ব্রাউন এক বিবৃতিতে জানান, কূটনৈতিক দায়মুক্তি পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে ওই কূটনীতিকের। তাকে কুইন্সের সর্বোচ্চ আদালতের বিচারক ড্যানিয়েল লুইসের সামনে হাজিরের আগেই পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার জামানত ৫০ হাজার ডলারের বন্ড অথবা নগদ ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শাহেদুল ইসলাম ২০১২ থেকে ২০১৩ সময়ের মধ্যে বাংলাদেশ থেকে মো. আমিন নামে এক ব্যক্তিকে বাসার কাজের জন্য নিয়ে যান। নিউইয়র্কে যাওয়ার পর তিনি আমিনের পাসপোর্ট কেড়ে নেন। তাকে ১৮ ঘন্টা কাজ করতে বাধ্য করেন। ওই গৃহকর্মীর অভিযোগ চুক্তি অনুযায়ী তাকে পারিশ্রমিক দেয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *