অরল্যান্ডোতে গোলাগুলি, নিহত ৫

Slider সারাবিশ্ব

68597_hm6

 

 

 

 

 

ঢাকা; যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে এক গোলাগুলির ঘটনায় বন্দুকধারীসহ ৫ জন নিহত হয়েছে।

সিএনএন জানিয়েছে, অরল্যান্ডোর শিল্প এলাকার একটি ওয়্যারহাউসে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই। কাজ-সংশ্লিষ্ট বিবাদকে কেন্দ্র করে গোলাগুলি হয়েছে বলে তারা ধারণা করছেন। স্থানীয় শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়া হয়েছে। ঘটনাস্থলের একাধিক ওয়্যারহাউসের বাইরে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। গোলাগুলির ঘটনা তদন্তে শেরিফের কার্যালয়কে সহায়তা করছে এফবিআই। এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে উপস্থিত চিলেন ওরেঞ্জ কাউন্টি মেয়র তেরেসা জ্যাকবস এবং শেরিফ জেরি ডেমিংস।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে অরল্যান্ডোর পালস নাইটক্লাবে বন্দুকধারীর হত্যাযজ্ঞে নিহত হয়েছিল ৪৯ জন। ফ্লোরিডয়ার গভর্নর রিক স্কট এক বিবৃতিতে সোমবার বলেছেন, ‘বিগত এক বছরে অরল্যান্ডো সম্প্রদায় এমস চ্যালেঞ্জের মোকাবিলা করেছে যা অতীতে কখনও করে নি।’ তিনি আরও জানান যে, অরল্যান্ডোর আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে তিনি যোগাযোগ অব্যাহত রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *