বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির শঙ্কা

Slider খেলা

68536_brst

 

ঢাকা: সন্ত্রাসী ইংল্যান্ডে হামলা কাঁপছে ইংল্যান্ড। তার মধ্যে চলছে চ্যাম্পিয়ন্স  ট্রফি চলছে।  টেস্ট খেলুড়ে ৮ দল নিয়ে আইসিসির ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সেরা এই আসরে পড়েছে সন্ত্রাসী হামলার কাল ছাঁয়া। ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই আবারও  রক্তাক্ত হয়েছে লন্ডন। মারা গেছে ৭ জন আহত হয়েছে ৪০ জন। যে কারণে কঠিন নিরাপত্তার চাদরে ঢাকা পুরো লন্ডন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির অরেক শঙ্কার নাম বৃষ্টি। শুরুতেই অস্ট্রেরিয়ার-নিউজিল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাই  ‘এ’ গ্রুপের দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। রোবার পাকিস্তান-ভারত ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে। বিরক্তিকর বৃষ্টিতে অবস্থা এমন যে দর্শকরা প্ল্যাকার্ড নিতে ভুললেও ছাতা নিতে ভুলছে না। একই কারণে আজ বাংলাদেশ-অসেট্রলিয়ার ম্যাচটি মাঠে গড়াবেকি তা নিয়ে রয়েছে যথেস্ট শঙ্কা। আজ আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে বাংলাদেশের ম্যাচটি চলাকালিন সময় বৃষ্টি হানা দিতে পারে জোরালে ভাবে। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস বলছে, ওভালে আজ বিকেল থেকেই বৃষ্টি বাগড়া দেবে। বিকেল চারটায় হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। সন্ধ্যা সাতটায় তা রূপ নিতে পারে ভারী বৃষ্টিতে। রাত দশটায় আবারও হালকা বৃষ্টির পূর্বাভাস। যা চলতে পারে রাত পর্যন্ত। নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিংটন ওভালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
অন্যদিকে কমপক্ষে দুই ইনিংসে ২০ ওভার করে খেলা না হলে বাতিল হয়ে যায় ম্যাচ। আপাতত যা পূর্বাভাস, তাতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কাটা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচ দিবারাত্রির। এর একটি আজকের ম্যাচ বাংলাদেশ-অসেট্রলিয়ার। ম্যাচটি বেলা দেড়টায় শুরু হয়ে স্থানীয় সময় রাত নয়টা-সাড়ে নয়টা পর্যন্ত গড়ানোর কথা। বারবার বৃষ্টির উৎপাত মানে ডাকওয়ার্থ-লুইস সাহেবের অতি জটিল হিসাবের আগমন। বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলকেই ডিএল পদ্ধতির হিসাবটা মাথায় রেখেই খেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *