কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সৌদিসহ চার দেশ

Slider সারাবিশ্ব

102808qatar

 

 

 

 

সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। আজ সোমবার এ সিদ্ধান্তের কথা জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান।

সম্পর্ক বিচ্ছিন্ন করা দেশগুলোর দাবি, মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে কাতার।
এরইমধ্যে কাতারের সঙ্গে জল, স্থল ও আকাশসীমা- সবদিক দিয়েই সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

এসপিএ আরও জানায়, সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের কাছ থেকে দেশকে নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *