পাহাড়িদের ঘরে আগুনে জড়িতদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Slider চট্টগ্রাম

144446kamal-khan

 

 

 

 

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘড়বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না

আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।

নূরুল ইসলাম নয়ন নামে যুবলীগের এক কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরের চারটি গ্রামের অন্তত ২০০ ঘরবাড়িতে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত পাহাড়িরা এ ঘটনার জন্য বাঙালিদের দায়ী করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন উপজেলা সদর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারাও জারি করে।

আসাদুজ্জামান খান বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *