নীল আকাশ
—-মোঃ আল মামুন
নীল আকাশ তুমি এতো সুন্দর কেন?
তোমার মন কি সত্যিই সাদা?
তোমাকে মানুষ ভালোবাসে কেন?
তুমি কি সত্যিই নিষ্পাপ!!!?
তোমার হৃদয় এতো সুবিস্তৃত কেন?
তোমার কোলে কি সবাই ঠাই পায়?
তোমাকে দূরে থেকে দেখলে কাছে মনে হয় কেন?
তুমি কি সাবার অনুকূলে থাকো?
যদি তাই হয় তবে বিষন্ন মেঘকে ঠাই দাও কেন?
ভালোবাসার মাঝে দূষিতা কি দূর করতে?
মাঝে মাঝে কেন সাত রঙ্গে শোভিত হও?
ভালোবাসাকে কি ছড়িয়ে দিতে?
ভালোবাসা কি বলবা? ……………??????????????????
হুম বলবো তবে আজ নয়
বিষন্ন মন দিয়ে ভালোবাসা হয় নাহ…..
আমাকে দেখে শিখো……..!