ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি বিষয়ে রায় ঘোষণা শুরু

Slider বাংলার আদালত শিক্ষা

131124Dhaka-High-Court

 

 

 

 

 

আজ বৃহস্পতিবার দুপুরে ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি বিষয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেছেন। গত ৫ এপ্রিল শুনানি শেষে  মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

প্লে গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনে জারি করা রুলের রায়টি ঘোষণা হচ্ছে। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর। রিট আবেদনের পক্ষে রয়েছেন ব্যারিস্টার অনিক আর হক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ইংরেজি মাধ্যম স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক জাভেদ ফারুক শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশনচার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *