সোনা আমদানিতে লাগাম দেওয়ার ভাবনা ভারতে

অর্থ ও বাণিজ্য

image_152467.swastika-gold-655x360সোনার আমদানি নিয়ন্ত্রণের কথা ভাবছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এ নিয়ে সরকারের সঙ্গে এক দফা আলোচনাও হয়ে গিয়েছে। কারণ গত বছরের তুলনায় প্রায় চারগুণ বেড়েছে সোনার আমদানি।
তারই জেরে বৈদেশিক বাণিজ্যের চলতি খাতের ঘাটতির ওপর চাপ কমাতেই এমনটা ভাবা হচ্ছে। উৎসব মৌসুমে এ বছর অক্টোবরে দেশে প্রায় ১৫০ টন সোনা আমদানি করে চীনকে টপকে গিয়েছে ভারত। টাকার অঙ্কে আমদানি ৪১৭ কোটি মার্কিন ডলার।
যেখানে গত বছর অক্টোবরে ২৪ টন সোনা আমদানি করা হয়েছিল। যার মূল্য ছিল ১০৯ কোটি মার্কিন ডলার। সোনার এমন ক্রমবর্ধমান আমদানিতে দুশ্চিন্তা বেড়েছে মোদি সরকারের।
রিজার্ভ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস এস মুন্দ্রা জানিয়েছেন, যেভাবে কয়েক মাস ধরে সোনার আমদানি বাড়ছে তাতে সোনা আমদানি নীতি খতিয়ে দেখার প্রয়োজন হয়ে পড়েছে। সে ক্ষেত্রে আমদানির ওপর নতুন নিয়ন্ত্রণ নিয়ে বৈঠকে রিজার্ভ ব্যাংক এবং সরকার কী পদক্ষেপ করে সেটাই এখন দেখা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *