দেশে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র চলছে : ফখরুল

রাজনীতি
image_152988.mirza-fakhru (2)বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দিতে, গণতন্ত্রকে হত্যা করতে, দেশকে অন্যের পদানত করতে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র চলছে। ১৯৮১ সালে স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে এই ষড়যন্ত্র শুরু হয়, যা এখনো চলছে। আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই আধিপত্যবাদের ক্রীড়নক সরকারেকে হটিয়ে গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ ও গণতন্ত্র হত্যাকারী সরকারকে বিদায় করতে হবে। জালেম সরকারকে বিদায় করাই হবে তারেক রহমানের জন্মদিনের সবচেয়ে বড় উপহার। মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন সরকার যতই চক্রান্ত-ষড়যন্ত্র, মানুষ হত্যা, হামলা-মামলা করুক না কেন জনগণের দাবি দমিয়ে রাখাতে পারবে না।
ফখরুল বলেন, তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকাকে আটকে ধরেছেন বলে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। কারণ তারেক রহমান বেঁচে থাকলে বাংলাদেশের স্বাধীনতা বেঁচে থাকবে। এটা পরাধীনতার রাজনীতিতে বিশ্বাসীরা কোনোভাবে মেনে নিতে পারে না। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু তিনি কোনো বক্তব্য দেননি। এ ছাড়া দলের অন্যান্য নেতাও সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *