আপন জুয়েলার্সের অসহযোগিতায় গচ্ছিত স্বর্ণ পাননি গ্রাহকরা

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

66557_b4

 

 

 

 

 

 

আপন জুয়েলার্সে রক্ষিত গ্রাহকদের স্বর্ণ ও হীরা ফেরত দেয়া হয়নি। এ প্রতিষ্ঠানের ৫টি শাখা থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সাড়ে ১৩ মণ স্বর্ণ ও প্রায় আধা কেজি ডায়মন্ড জব্দের পর সেগুলো প্রকৃত মালিকদের ফেরত দেয়ার জন্য অনুরোধ জানায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা পদক্ষেপ নিলেও কোনো উদ্যোগ নেয়নি তারা। তাদের আবেদন অনুযায়ী গত ১৮ই মে তারিখেই প্রকৃত মালিক বা গ্রাহকদের বৈধ কাগজপত্রসহ তালিকা দিয়ে নিজেদের জিম্মায় নেয়ার সুযোগ দেয়া হয়। এ তালিকা অনুযায়ী রোববার শুল্ক গোয়েন্দার উপস্থিতিতে ওইসব মালামাল প্রকৃত মালিকদের বুঝে দেয়ার কথা ছিল। কিন্তু জুয়েলার্সটির মালিকপক্ষ বৈধ কাগজপত্র ও তালিকা না দেয়ায় তা ফেরত দেয়া সম্ভব হয়নি। শুল্ক গোয়েন্দা বলছে, আপন জুয়েলার্সে অক্ষত অবস্থায় রক্ষিত স্বর্ণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে প্রকৃত গ্রাহকদের অনুকূলে ফেরতের পূর্বনির্ধারিত এই সময় স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কাগজপত্র বুঝে নিতে সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন এই নির্ধারিত সময় আগামী ২৫শে মে। এ ব্যাপারে রোববারই শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে আপন জুয়েলার্সকে একটি চিঠি দেয়া হয়েছে।
আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী বরাবর লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ই মে আবেদনের সময় বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে ২২শে মে পর্যন্ত বাড়ানো হয়। একই সঙ্গে ২৩শে মে দুপুর ২টায় শুনানির পুনঃতারিখ নির্ধারণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির কর্ণধারকে উদ্দেশ্যে করে শুল্ক গোয়েন্দার লেখা গতকালের চিঠিতে বলা হয়, বিভিন্ন শ্রেণির স্বর্ণ/ডায়মন্ড প্রকৃত মালিকের অনুকূলে ফেরত দেয়ার জন্য আপনার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানসমূহের অভ্যন্তরে রক্ষিত কাগজপত্র সরবরাহের জন্যও অনুরোধ করা হয়। এই আবেদন বিবেচনায় নিয়ে আটক স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ কাগজপত্র সংগ্রহ এবং একই সময়ে কোনো গ্রাহকের মেরামত বা বিনিময় ইত্যাদি কারণে দোকানে গচ্ছিত ও অক্ষত স্বর্ণ ও ডায়মন্ড যথাযথ কাগজ উপস্থাপনসাপেক্ষে গত ১৮ই মে নিজ হেফাজতে নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু এই সময়ে এ দপ্তরের  একটি দল উপস্থিত থাকলেও আপনি বা আপনার কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। ফলে কাগজপত্র ও মেরামত বা বিনিময়ের জন্য গচ্ছিত স্বর্ণ ফেরত দেয়া সম্ভব হয়নি। ফলে আপনার অসহযোগিতার কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ক্রেতাদের স্বার্থসংরক্ষণসহ আত্মপক্ষ সমর্থন ও ন্যায় বিচারের স্বার্থে আগামী ২৫শে মে বেলা ২টায় আটক স্বর্ণ ও ডায়মন্ডের কাগজপত্র যদি থাকে সেগুলো সংগ্রহ এবং একই সঙ্গে গ্রাহকের সংযুক্তি বিবরণী মোতাবেক দলিল ও তথ্যাদি পেশ করতে ও সঠিক গ্রাহককে ফেরত দেয়ার উদ্দেশ্যে নিজ হেফাজতে নেয়ার জন্য পুনরায় সুযোগ দেয়া হলো। এই সময়ের মধ্যে সুযোগ গ্রহণে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার জন্য মালিকপক্ষ দায়ী থাকবে এবং একই সঙ্গে গচ্ছিত স্বর্ণ এবং ডায়মন্ডের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও শুল্ক গোয়েন্দা উল্লেখ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *