স্পিকারের সঙ্গে দেখা করলেন কুমারাতুঙ্গা

Slider জাতীয় সারাবিশ্ব

025255Shirin-Sharmin_kalerkantho_

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক ;  শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল সোমবার স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চেৌধুরীর সঙ্গে সেৌজন্য সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন।

দ্বিপক্ষীয় এ বৈঠকে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার জানান, স্পিকারের কার্যালয়ে বৈঠককালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় তাঁরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীশিক্ষা, সংস্কৃতি, সংসদীয় প্রক্রিয়া, জেন্ডার সমতা, দুই দেশের আর্থসামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *