কাপাসিয়ার আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত

ঢাকা রাজনীতি সারাদেশ

image_152461.ecস্টাফ করেসপন্ডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম মোড়ল (দোয়াতকলম প্রতীক)৪৪১৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত হারুন অর রশিদ(তালা) পেয়েছেন ১৭৯৮ ভোট।

নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সকাল ৮টায় শুরু হয়ে ভোট একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এ ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন হজ্ব পালন করতে গিয়ে মারা গেলে পদটি শুন্য হয়। নির্বাচনে আইন শৃংখলা নিয়ন্ত্রণে আনসার পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।

নির্বাচনে মোট ১৫ হাজার ৭১৮ জন ভোটার ছিলেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬ শত ৭৩ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৫ জন। ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আহসানউল্লাহ রাত পৌন ৯টায় শান্তিপূর্ন নির্বাচনে মাহবুব আলম মোড়ল বিপুল ভোটে জয়ী হয়েছেন বলে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *