গাজীপুরে শহীদ মুক্তিযোদ্ধা ক্লাব ভাঙচুর, পুনরায় দখলের চেষ্টা

Slider গ্রাম বাংলা

 

18254680_1739879882939404_1749780846_n

 

 

 

 

 

 

 

আলী আজগর পিরু, গাজীপুর অফিস:  মহানগরের ধীরাশ্রমে  মুক্তিযুদ্ধের  স্মৃতি বিজরিত একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে গঠন করা একটি রেজিষ্ট্রেশনকৃত ক্লাব  ভাংচূর  করার ঘটনায় মামলা হলেও কোন আসামী গ্রেফতার হয়নি। আসামীরা আদালত থেকে জামিন নিয়ে পুনরায় ওই ক্লাবটি ভেঙ্গে মার্কেট করার পায়ঁতারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে প্রকাশ, ২৮ এপ্রিল রাত ১১টার দিকে ধীরাশ্রম এলাকায় অবস্থিত শহীদ  শরাফত সমাজ উন্নয়ন ক্লাবে সন্ত্রাসী হামলা হয়। হামলায় ক্লাবের ব্যাপক ক্ষতি সাধন হয়। ক্লাবের আসবাবপত্র ভাঙচূর ও লুটপাট করা হয় যার ক্ষতির পরিমান প্রায় ৩ লাখ টাকা। ওই ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা হয়। মামলায় ৩জনকে সনাক্ত করে অজ্ঞাতনামা ১০/১২জন কে আসামী করা হয়। আসামীরা আদালত থেকে জামিন পায়। সনাক্তকৃতরা হলেন, মোঃ হাসানোজ্জামান, মোঃ রফিকুজ্জামান কাউন্সিলর ও আঃ মান্নান। আদালত থেকে জামিন নিয়ে আসামীরা আবার ক্লাবে হামলা করার হুমকি দেয় বলে বাদী পক্ষের অভিযোগ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *