জনগণের সমস্যা তাদের কাছ থেকেই শুনতে চাই : প্রধানমন্ত্রী

Slider জাতীয় ঢাকা সামাজিক যোগাযোগ সঙ্গী

132700ss

 

 

 

 

ঢাকা ;  ‘সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের সঙ্গে তো আম‍ার সব সময়ই কথা হয়, আমি জনগণের কাছ থেকেই তাদের সমস্যার কথা জানতে চাই। তারা কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন- তা তাদের কাছ থেকেই শুনতে চাই। ‘ আজ বুধবার সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা প্রসঙ্গে গণভবনে ঢাকা বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায় বড় ধরনের জঙ্গিবাদ থেকে জনগণ রক্ষা পেয়েছে। ‘ এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *