জৌলুসহীন জরাজীর্ন ফেঞ্চুগঞ্জ ডাক বাংলো

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সিলেট

18157182_1719946241639515_5535236618571691176_n-1

হাফিজুল ইসলাম লস্কর :: সিলেট জেলা পরিষদের আওতাধীন ফেঞ্চুগঞ্জ ডাক বাংলো দিনের পর অযন্ত অবহেলায় ধুকে ধুকে জৌলুস, রং, হারিয়ে অস্তিত্তহীন হয়ে বিলিনের পথে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রধান সড়কের পাশেই এ ডাক বাংলো জৌলুস হারিয়েছে অনেক আগেই। এখন শুধু অস্তিত্তহীন হওয়ার পথে। দেখে মনে হয় পরিত্যক্ত কোন ভবন। যা নিজের ভার নিজেই বহন করতে পারছেনা।

সরেজমিনে দেখা যায়, ডাক বাংলোর প্রধান ফটক থেকে শুরু করে মূল ভবনের প্রতিটি কামরার দেয়াল শ্যাওলা জড়ানো, সংস্কারের অভাবে ঝুকিপুর্ণ হয়ে পড়েছে। তাছাড়া সংস্কারের কোন লক্ষন দেখা যাচ্ছে না।

ডাকবাংলোর দেখাশুনার দায়িত্বে থাকা ইয়াকুব আলী বলেন, কোন রকমে মহান রাব্বুল আলামিনের অনুগ্রহে টিকে আছে ডাক বাংলোটি। যার রয়েছে হাজারো সমস্যার, বাংলোতে মটরের বিকলতা, টিউবওয়েলের পানি পানের অযোগ্য এছাড়াও ভবনটি বসবাস অযোগ্য ঝুকিপুর্ন। ডাক বাংলো দেয়ালে ফাটল ধরেছে, প্রতিটি কামরার দেয়াল শ্যাওলা জড়ানো যা অতিথিদের জন্য অসুবিধাজনক।

তাছাড়া বাংলোতে ভি,আই,পি সহ মোট তিনটি শয়ন কক্ষ আছে যার দুই কক্ষের খাট, আসবাব ভাঙ্গা। অতিথিরা এসে বিড়ম্বনা পোহান। সংস্কার সম্পর্কে ইয়াকুব আলী বলেন , সিলেট জেলা পরিষদে লিখিত জানানো হয়েছে। তবে কবে সংস্কার তা উনার জানা নাই।

স্থানীয় সচেতন মহল বলেন, ফেঞ্চুগঞ্জে এই একটাই সরকারী ডাক বাংলো। ফেঞ্চুগঞ্জে বাণিজ্যিক কোন হোটেল নাই, সরকারী মেহমানদের এই এক আশ্রয়। এর অবস্থা দেখে খারাপ লাগছে। দ্রুত সংস্কার, সৌদর্য্য বৃদ্ধির দাবী ফেঞ্চুগঞ্জের সচেতন মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *