ভারতের প্রতি বরাবর টান অনুভব করেন। তাই সময় পেলেই চলে আসেন। নিজের টুইটার হ্যান্ডলে জানালেন ধনকুবের বিল গেটস। সম্প্রতি ফের ভারত থেকে ঘুরে গিয়েছেন তিনি। অটো রিকশায় চড়ে ইন্ডিয়া গেট দেখেছেন। সোমবার রাতে টুইটারে সেই ছবি পোস্ট করেছেন মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা। তাতে লিখেছেন, বছরে একবার অন্তত ভারত থেকে ঘুরে আসার চেষ্টা করি। প্রতিবারই কিছু না কিছু নতুন অভিজ্ঞতা হয়। যা আমাকে অনুপ্রেরণা জোগায়। সোশ্যাল মিডিয়ায় বিল গেটসের টুইটটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ২৪ ঘণ্টা পেরনোর আগেই তাতে ১৪,০০০ লাইক পড়েছে। সেটি রিটুইট করেছেন প্রায় ৪০০০ মানুষ।
এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রশংসা করতে দেখা গিয়েছে বিল গেটসকে। স্বচ্ছ ভারত অভিযান প্রসঙ্গে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। শৌচাগার নির্মাণ নিয়ে ৩ বছর আগে স্বাধীনতা দিবসে মোদির বক্তব্য তুলে ধরে লিখেছিলেন, এর আগে কোনও রাষ্ট্র নেতা এমন সংবেদনশীল বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন বলে তাঁর জানা নেই।