মোঃশফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি; শ্রীপুরে বিচার না পেয়ে বাবা মেয়ের আত্বহত্যা গাজীপুরের শ্রীপুরে নাবালিকা মেয়ের নির্যাতনের বিচার না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা মেয়ের আত্বহত্যা করেছেন।
সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের ১নং ওয়ার্ড কর্নপুরেন সিটপারার হালিমা আক্তারের (হালি) মেয়ে আয়শা (৮) কে একই এলাকার ফজলুলহকের ছেলে ফারুক গত কিছুদিন আগে শারীরিকভাবে নির্যাতন করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল হোসেন ব্যাপারী কাছে আয়শার মা বাবা বিচার দায়ের করলে নানা অজুহাতে কালক্ষেপন করতে থাকেন মেম্বার। এমন কি বাদি পক্ষের কাছে ঘুষ হিসেবে মোটা অংকের টাকাও দাবী করেন স্থানীয় ওয়ার্ডের মেম্বার।
অভিযোগ আছে দাবী কৃত টাকা দিতে না পারায় এবং বিবাদী পক্ষ প্রভাব শালী হাওয়ায় তাদের সাথে গোপনে আপস- রফা করে বিচার থেকে বঞ্চিত
করেন কতিপয় মাতাব্বর।
নির্যাতনের শিকার আয়শার অভিভাবক ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীপুর মডেল থানায় বিচার চাইতে গেলে সেখানেও ব্যার্থ হয় তারা।
এমতাবস্থায় এলাকার লোকজনের দাবী, ঘটনার তদন্ত পুর্বক প্রকৃত দোষীদের খোঁজে বের করে শাস্তি নিশ্চিত করা, যাতে এমন পরিস্থিতির মধ্যে আর কোন বাবা মেয়েকে পড়তে না হয়।