শাকিব খান সংবাদ সম্মেলন করবেন কাল

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

63629_Shakib-Khan

 

 

 

 

 

 

 

এবার সংবাদ সম্মেলন করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। আগামীকাল বিকেল ৩টায় গুলশানের একটি রেস্তোঁরায় এ সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের ১২টি সংগঠন শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ প্রসঙ্গে আজ শাকিব খান মানবজমিনকে বলেন, বিষয়টি খুবই দু:খজনক। আমাকে নিয়ে বেশ বড় ধরনের চক্রান্ত করা হচ্ছে। সাম্প্রতিক এ বিষয়টি নিয়ে আমি সংবাদ সম্মেলন করব আগামীকাল (সোমবার)। সেখান এ বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত কথা বলবো। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের ১২টি সংগঠন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নেয়ার আগে তাকে উকিল নোটিশও পাঠায়। এ প্রসঙ্গে প্রযোজক-পরিবেশক সমিতির আহ্বায়ক নাসিরউদ্দিন দিলু বলেন, পরিচালক সমিতি শাকিবকে নিয়ে দ্রুতই সব সিদ্ধান্ত নিচ্ছে। শাকিব ঢাকার বাইরে শুটিং করছে। তাকেও সময় দেয়া প্রয়োজন ছিল। কারণ দিনশেষে প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা মিলেই তো চলচ্চিত্রে কাজ করতে হবে। আমি এ বিষয়টির দ্রুত সমাধান দেখতে চাই। অন্যদিকে শনিবার পরিচালক সমিতির সিদ্ধান্তে একাত্মতা জানিয়েছে ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র লেখক সমিতি, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র ফাইট ডাইরেক্টরস অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতি, চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠী, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি ও সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। উল্লেখ্য, এক সপ্তাহ ধরে শাকিবকে নিয়ে পাবনার লোকেশনে ‘রংবাজ’ ছবির শুটিং করছেন পরিচালক শামীম আহমেদ রনি। শাকিবের বিরুদ্ধে উকিল নোটিশের বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত রনিকে ‘রংবাজ’ ছবির শুটিং বন্ধ রাখার অনুরোধ করেছিল পরিচালক সমিতি। কিন্তু তা না মানায় পরিচালক সমিতির গঠনতন্ত্রের ৫ (ক) ধারা অনুযায়ী রনির সদস্যপদ বাতিল করা হয়েছে। আলাদা এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিচালক সমিতি জানায়, এই পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে পরিচালক সমিতির পরিচয়পত্র ও বিএফডিসির গেট পাস সমিতির কার্যালয়ে জমা দিতে হবে। তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পরিচালক সমিতি। আপাতত শুটিং বন্ধ করে ঢাকায় ফিরে আগামীকাল শাকিব খান আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে কথা বলবেন ছবির পরিচালক শামীম আহমেদ রনি, চিত্রনায়ক শাকিব খান, ছবির প্রযোজকসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *