বিয়ের অনুষ্ঠানে সবাই নাচবে, গাইবে আনন্দ উল্লাসে বাড়ি ভরিয়ে রাখবে- এটাই স্বাভাবিক।
তাই বলে কনে নিজেই নাচবে নিজের বিয়েতে? এটা বোধ হয় কেউ ভাবতেও পারেনি।
এমনই এক ঘটনা ঘটেছে ভারতে। বিয়েটা ছিল ফ্যাশন ব্লগার মাসুম মিনাওয়ালার। ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বিয়ের দিনে তার নাচের ওই ভিডিওটি।
‘ধুম লাগা কি হাইসা’ সিনেমা থেকে নেয়া ‘মোহ মোহ কি ধাঙ্গে’ গানটিতে তার নৃত্য দেখলে যে কারও মন জুড়াবে।
মোহনীয় ভঙ্গিতে তার শরীরের দুলুনি দর্শকের হৃদয়ে মুগ্ধতার ছোয়া এনে দেবে।