কাপাসিয়ার ডিজিটাল মেলা উদ্বোধন করলেন সাংসদ রিমি

গ্রাম বাংলা জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি বিনোদন ও মিডিয়া শিক্ষা সারাদেশ

Mela pic 3

কাপাসিয়া করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কাপাসিয়া(গাজীপুর): কাপাসিয়ার সাংসদ সিনিম হোসেন রিমি তিন দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করেছেন।

শনিবার বেলা ১২টার দিকে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হসেবে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪ উদ্বোধন করেন তিনি।

এসময় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন আলী। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, শামসুন্নাহার ডেইজি, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ প্রমূখ।

এর পূর্বে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে মোটরশোভাযাত্রার মাধ্যমে সাংসদ সিমিন হোসেন রিমি শনিবার সকাল ১১ টায় কাপাসিয়া পৌঁছেন। রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদ কামাল ও তার সহকর্মী মো: ইউসুফ আলী শেখ মোটরশোভাযাত্রার নেতৃত্ব দেন।

উপজেলা প্রশাসন জানায়, মেলায় উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে বিভিন্ন তথ্য কেন্দ্রের ষ্টল রয়েছে। এগুলো মধ্যে রিশা কম্পিউটার, একটি বাড়ি একটি খামার, কাপাসিয়া টেকনিক্যাল স্কুলের মত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩টি স্টল অন্যতম। এ মেলা তিন ব্যাপি চলবে।

এছাড়া সাংসদ এসময় এলাকার দরিদ্র পরিবারের  ২৬ জনকে ২ বান্ডেল করে টিন ও প্রতি পরিবারকে ৬ হাজার টাকা করে  চেক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *