২০০৮ সালের ২৫ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনির হোসেন হত্যা মামলায় ছয়জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজি সহিদুল আলম চৌধুরী আজ সোমবার এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ছয় আসামি হলেন : সোলেমান, রিপন, জাহাঙ্গীর, আক্কাস, ওহিদ ও রনি। রায়ের সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৫ জুলাই নিজের ব্যবসাপ্রতিষ্ঠন থেকে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েন মনির। ডাকাতরা মারধর করে তার টাকা পয়সা ছিনিয়ে নেয়।
এ সময় মনির কয়েকজনকে চিনে ফেলায় তারা তার হাত-পা ও চোখ বেঁধে পানিতে ফেলে হত্যা করে। পরে স্থানীয়রা মনিরের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় মনিরের স্ত্রী হাসিনা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ছয় আসমিকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ছয় আসামি হলেন : সোলেমান, রিপন, জাহাঙ্গীর, আক্কাস, ওহিদ ও রনি। রায়ের সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৫ জুলাই নিজের ব্যবসাপ্রতিষ্ঠন থেকে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েন মনির। ডাকাতরা মারধর করে তার টাকা পয়সা ছিনিয়ে নেয়।
এ সময় মনির কয়েকজনকে চিনে ফেলায় তারা তার হাত-পা ও চোখ বেঁধে পানিতে ফেলে হত্যা করে। পরে স্থানীয়রা মনিরের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় মনিরের স্ত্রী হাসিনা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ছয় আসমিকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।