যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসের ‘ফতোয়া’বাজ মুফতি আব্দুল্লাহ নিহত

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

40182

 

 

 

 

 

ইরাকের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় এক নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরাকি বাহিনী। দেশটির পশ্চিম মসুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় আবু আইয়ুব আল আতার নামেও পরিচিত মুফতি আব্দুল্লাহ আল বাদরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা । বেসামরিকদের হত্যা, নির্যাতন ও যৌন নির্যাতনের মতো বিষয়ে আইএসের অনেক ফতোয়া এই আল বাদরানি দিয়েছিলেন বলে জানিয়েছে ইরাকি বাহিনী।খবর বিবিসির।

উত্তর ইরাকে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের নারীদের যৌন নির্যাতন ও দাস বানানোর ফতোয়া তিনিই দিয়েছিলেন বলে ধারণা করা হয়। অতি সম্প্রতি ইরাকি বাহিনীর পুনরুদ্ধার করা পূর্ব মসুলের বেসামরিক বাসিন্দাদের ওপর হামলা চালানোর ফতোয়াও দিয়েছিলেন তিনি। বেসামরিক বাসিন্দাদের ‘মুরতাদ’ অভিহিত করে তাদের হত্যা করা জায়েজ বলে ঘোষণা করেছিলেন।

ইরাকে আইএসের শেষ শক্তিশালী ঘাঁটি মসুলের পশ্চিমাংশ পুনরুদ্ধারে জঙ্গিগোষ্ঠীটির সঙ্গে ইরাকি বাহিনীর তীব্র লড়াই চলছে। পশ্চিম মসুলের পুরনো অংশে চলা চূড়ান্ত লড়াইয়ে ইরাকি বাহিনী আল নুরি মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *