ঢাকায় আসছে এনআইএ প্রতিনিধিদল

জাতীয় টপ নিউজ
image_152025.nia-logoদুই দিনের সফরে আজ বাংলাদেশে আসছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ প্রতিনিধিদল। ঢাকায় ভারতীয় হাইকমিশন রবিবার এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান নিরাপত্তা সহযোগিতার আওতায় প্রতিনিধিদলটি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে।
পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে এ সংস্থা। সফরকালে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এনআইএ প্রতিনিধিদলের বৈঠকে পারস্পরিক তথ্যের আদান-প্রদান হতে পারে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের মুখপাত্র জানিয়েছেন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) মহাপরিচালক শারদ কুমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান নিরাপত্তা সহযোগিতার আওতায় প্রতিনিধিদলটি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে।
এদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, চার সদস্যের একটি দল বাংলাদেশে আসছে। আমরাও একটি দল গঠন করে রেখেছি। দুই দল মিলেই কাজ করবে। ২ অক্টোবর বর্ধমান জেলার খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমে এনআইএ জানায়, এ ঘটনায় জেএমবি জড়িত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *