বাংলাদেশের চার ছবি টরেন্টোর চলচ্চিত্র উৎসবে

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী
1492072717
গত ১১ মে টরেন্টোতে শুরু হলো কানাডা ভিত্তিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়ার উদ্যোগে ষষ্ঠ দক্ষিণ এশিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৭। এই উৎসব চলবে ২২ মে পর্যন্ত।
উৎসবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পনেরটি ভাষার প্রায় শতাধিক ছবি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন উৎসবের বাংলা বিভাগের প্রধান সমন্বয়কারী আনোয়ার আজাদ।
বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে থাকছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য ফখরুল আবেদিন খান পরিচালিত ভুবন মাঝি, বিজন ইমতিয়াজ পরিচালিত মাটির প্রজার দেশে, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত লাইভ ফ্রম ঢাকা এবং আশরাফ শিশিরের গোপন।
আর পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রণ পেয়েছে ‘চিত্রকর’, ‘গহীন অরন্যে’ এবং আসামের রাজবংশী ভাষায় নির্মিত ‘সোনার বরন পাখি’। এছাড়াও থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ’র দশটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *