তিন পাকিস্তানির শিরোচ্ছেদ করল সৌদি আরব

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

1089299-execute-1461249184-301-640x480

 

 

 

 

 

 

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, হেরোইন পাচারের অভিযোগে রোববার তিন পাকিস্তানি নাগরিকের শিরোচ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ।

শিরোচ্ছেদ করা ব্যক্তিরা হলেন, আশরাফ শাফি মোহাম্মদ, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ আফাদাল আসগর।
ওই তিন মাদক পাচারকারী তাদের পেটে মাদক পরিবহন করেছিল।  এই নিয়ে এ বছর ২৬ জনকে মৃত্যুদন্ড দিল দেশটি।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, গত বছর সৌদি আরব ১৫৩ ব্যক্তির মৃত্যুদন্ড- কার্যকর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *