ভাঙ্গছে সড়ক বাড়ছে দুর্ঘটনা

Slider গ্রাম বাংলা সামাজিক যোগাযোগ সঙ্গী সিলেট

IMG_20170411_112203

 

 

 

 

 

 

 

সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিয়ানী বাজারে রাস্তার ভাঙ্গনের কারনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাইতো আক্ষেপ করে যাত্রীরা বলেন ভাঙ্গছে সড়ক বাড়ছে দুর্ঘটনা প্রশাসনের নজরে তা পড়েনা। এরকমই একটি রাস্তা বি:বাজারের তিলপাড়া ইউপি’র দাসউরা’র রাস্তা ভাঙ্গনে ঘটছে সড়ক দুর্ঘটনা। ৯ এপ্রিল (রবিবার) সকাল ৯ টা ৪ মিনিটের সময় দাসউরা বাজারের পূর্ব পার্শ্বের রাস্তার ভাঙ্গা অংশে ধাক্কা খেয়ে একটি সিএনজি গাড়ীর এক্সেল ভেঙ্গে গিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে। ফলে গাড়ীতে থাকা দুই মহিলা যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ দিনের উল্লেখিত সময়ে নালবহর বাজার থেকে সিলেট থ-১১-৬৭৬২ নম্বরের একটি সিএনজি গাড়ী দু’জন মহিলা যাত্রী নিয়ে দাসউরা বাজার অভিমুখে আসার পথে বাজারের পূর্ব প্রান্তের রাস্তার ভাঙ্গা গর্তে ধাক্কা খেয়ে গাড়ির পিছনের চাকার এক্সেল ভেঙ্গে যায়।গাড়ীতে থাকা মহিলা যাত্রী দু’জন অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগীতায় গাড়ীটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়। সম্প্রতি এভাবে সড়ক দুর্ঘটনায় কত প্রাণহানী ঘটছে যার হিসেব নেই। রাস্তার উন্নয়নমূলক কাজে নিম্নমানের হওয়াতে রাস্তা ভাঙ্গন ও অদক্ষ ড্রাইভার ও গাড়ী চালকদের অসতর্কতা ও বেপরোয়াভাবে গাড়ী চালানোসহ যানবাহনের ত্রুটিগত সমস্যাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করেন স্থানীয়রা।
এজন্য সড়ক দুর্ঘটনা এড়াতে রাস্তার অতিরিক্ত ভাঙ্গন রোধে কর্তৃপক্ষকে এগিয়ে আসা ও তৃণমুল পর্যায়ে সচেতনতার অত্যন্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *