ঢাকা; ভারত সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে।
রাতে গণভবন সূত্র এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে বিস্তারিত জানাবেন। চার দিনের সফর শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফিরেন শেখ হাসিনা। সফরে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন।