কেনাকাটা নিয়ে বাঙালির উন্মাদনার যেন বিরাম নেই। একে তো বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে। তার পর এ মাসেই চলছে বাঙালির আরও এক অলিখিত পার্বণ ‘চৈত্র সেল’! সব মিলিয়ে আহ্লাদে আটখানা বাঙালি। এর পরেও কিছুটা ফাঁক থেকে গেলে তা-ও পুষিয়ে দিলেন এস এস রাজমৌলি।
২৮ এপ্রিল মু্ক্তি পেতে চলেছে এস এস রাজমৌলির ‘বাহুবলী-২’। আর তা নিয়ে উন্মাদনা তুঙ্গে। কাটাপ্পা বাহুবলীকে কেন মারল? তার উত্তর পেতেই হবে যে! এবং সে উত্তর জানতে যে টিকিট কাউন্টারে ভিড় বাড়বে তা যেন আগেই অনুমান করে রেখেছিলেন প্রযোজক। সে কারণেই অগ্রিম বুকিংও চালু হয়ে গিয়েছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর। ৭ এপ্রিল থেকে চালু হয়েছে বুকিং। তা চলবে ১৭ তারিখ অবধি। এখনই টিকিট বিক্রির ঢলে প্রমাণ পাওয়া যাচ্ছে সিনেপ্রেমীদের উদ্দীপনা। এ হেন উদ্দীপনা ব়়জায় রাখতেই আরও এক ধাপ এগিয়ে টিকিটে এক ‘এক্সক্লুসিভ অফার’ দিল বাহুবলী টিম। ফের রিলিজ হল ‘বাহুবলী: দ্য বিগিনিং’। যাকে বলে ‘রি-রিলিজিং’। তবে আবার কেন মুক্তি একই ছবির? প্রথম কারণ, যাঁরা এখনও ‘বাহুবলী: দ্য বিগিনিং’ দেখেননি, তাঁরা এটি দেখার সুযোগ পাবেন। দ্বিতীয়ত, এই ছবি দেখার পরই আপনি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর সপ্তাহান্তের একটি টিকিট পেতে পারেন। মানে একটি টিকিটে অন্যটি ফ্রি।