সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

অর্জুন রামপালের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

image

 

 

 

 

 

এক ব্যক্তিকে শারীরিক নিগ্রহ করার দায়ে বলিউড অভিনেতা অর্জুন রামপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল। মুম্বই সূত্রের খবর, গত শনিবার নয়াদিল্লির একটি নাইট ক্লাবে গিয়েছিলেন অর্জুন। সেখানে এক অনুরাগী তাঁর ছবি তোলেন। সেই মুহূর্তে ওই ব্যক্তির হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে অর্জুন মাটিতে আছড়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ। লিখিত অভিযোগে জানানো হয়েছে, ওই সময় পুলিশের কোনও সাহায্য পাননি ওই ব্যক্তি। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি খোদ অভিনেতা।

গত মার্চে ঠিক এ ধরনের ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। আগরায় শুটিং চলাকালীন তিনি মেজাজ হারিয়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছিল। যদিও পরে গোটা ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন তিনি। গত কালের ঘটনার পর অর্জুনও তেমনই কোনও পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *