পৌর নির্বাচনের প্রতিক বরাদ্দ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

Slider ফুলজান বিবির বাংলা সিলেট

IMG_20170407_150840

সিলেট প্রতিনিধি :: সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভায় ২৫ এপ্রিল, ৯ ওয়ার্ডের ১০ কেন্দ্রে অনুষ্ঠিত হবে দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষিত পৌরসভার নির্বাচন। এই দিন পৌরসভার ২৫ হাজার ২৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

৬এপ্রিল বৃহস্পতিবার সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস শুকুর (নৌকা), বিএনপি মনোনীত আবু নাসের পিন্টু (ধান), জাসদ মনোনীত শমসের আলম (মশাল), স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন (জগ), আবুল কাশেম পল্লব (মোবাইল ফোন) এবং জমির হোসাইন (রেল ইঞ্জিন) প্রতীক পেয়েছেন।

একই দিন দুপুরে কাউন্সিল পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বারাদ্দ অনুযায়ী ১ নম্বর ওয়ার্ডের মো. সহিদ আলী (ডালিম), খছরুজ্জামান (পাঞ্জাবি), এমাদ আহমদ (ব্ল্যাক বোর্ড), আফজাল হোসেন (ব্রিজ),আব্দুল কবির (গাজর), মো. আমীর হোসেন (টিউব লাইট), মো. মারুফ আহমদ (পানির বোতল) প্রতীক পেয়েছেন।

২ নম্বর ওয়ার্ডের হাজী মো. আলকাছ উদ্দিন (উটপাখি), মো. এনামুল হক (পাঞ্জাবি), মো. ওয়াহিদুর রহমান (টেবিল ল্যাম্প), ছয়ফুল আলম (ডালিম) প্রতীক পেয়েছেন।

৩ নম্বর ওয়ার্ডের মো. আব্বাছ উদ্দিন (টিউব লাইট), সাহাব উদ্দিন (পাঞ্জাবি), মো. লোকমান হোসেন (ব্ল্যাক বোর্ড), আতিক উদ্দিন (গাজর), মাহমুদ ছামী (টেবিল ল্যাম্প), মছমন উদ্দিন আহমদ (উটপাখি), ইসলাম উদ্দিন আহমদ (পানির বোতল), কবির আহমদ (ডালিম), মানিক আহমদ (ব্রিজ) প্রতীক পেয়েছেন।

৪ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল আজিজ (ফাইল ক্যবিনেট), মো. লুৎফুর রহমান (ব্ল্যাক বোর্ড), মো. জমির আহমদ (উটপাখি), জিলা মিয়া (ঢেঁড়শ), মো. ছাদিকুর রহমান (টিউব লাইট), হাজী মো. আব্দুন নূর (স্ক্রুড্রাইবার), মো. আব্দুল বছির , সাইবুল আলম রেজা (পাঞ্জাবি), মো. সিফার আহমদ (ব্রিজ), মো. আকছার হোসেন (পানির বোতল)। মোহাম্মদ হাবিবুর রহমান (গাজর), মো. আবু বকর সিদ্দিক (টেবিল ল্যাম্প), মো. ওয়াহিদুজ্জামান টিটন (ডালিম) প্রতীক পেয়েছেন।

৫ নম্বর ওয়ার্ডের সেলিম উদ্দিন (পানির বোতল), কান্তি চক্রবর্ত্তী (ব্রিজ), জুনেল আহমদ (পাঞ্জাবি), নাজিম উদ্দিন (উটপাখি), জহিরুল হক রাজু , মো. আরিফ উদ্দিন তুহিন (টেবিল ল্যাম্প), নিজাম উদ্দিন (টিউব লাইট), মো. সাইফুর ইসলাম (ডালিম)।

৬ নম্বর ওয়ার্ডের আবুল আহসান মো. আশরাফ (উটপাখি), মো. লোকমান আহমদ (টিউব লাইট) মো. বেলায়েত হোসেন (ডালিম),মো. ছালেহ আহমদ হেলাল (গাজর), মো. সরাজ উদ্দিন (পানির বোতল) প্রতীক পেয়েছেন।

৭ নম্বর ওয়ার্ডের মিছবাহ উদ্দিন (উটপাখি),সম্রাট শেখর দেব ( টেবিল ল্যাম্প) প্রতীক পেয়েছেন।

৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ এনাম হোসেন (পাঞ্জাবি), আলী আহমদ বদরুছ ছালাম (গাজর), মো. এনামুল হক (ডালিম), জাহাঙ্গীর আলম (ব্লাক বোর্ড), আব্দুল কাইয়ুম (ব্রিজ), মো. এবাদুর রহমান (পানির বোতল), মোহাম্মদ আনোয়ার হোসেন (উটপাখি), মো. আব্দুল হান্নান ( টেবিল ল্যাম্প) প্রতীক পান।

৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান আফজল (টেবিল ল্যাম্প) , কবির আহমদ (গাজর), আবুল হাসনাত নাসির (ফাইল কেবিনেট), এমদাদুর রহমান (ডালিম), বাবুল হোসেন (উটপাখি), মনির আলী ( ব্ল্যাক বোর্ড), জাফর সিদ্দিকী (টিউব লাইট), সারওয়ার হোসেন (পাঞ্জাবি), শাহাজানুল ইসলাম লায়েক (ব্রিজ), শাহজাহান কবির (পানির বোতল) এবং শফিক উদ্দিন (ঢেড়শ) প্রতীক পেয়েছেন।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *