মহরত শেষ: সাদিয়া “উদিয়মান সূর্য” টেলিফিল্মের নায়িকা চরিত্রে

Slider গ্রাম বাংলা টপ নিউজ বিনোদন ও মিডিয়া

press

বিনোদন প্রদিবেদক

গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: বাংলাদেশী চলচ্চিত্রের ডিজটাল আকর্ষন সাদিয়া আফরিন ।আইটেম গার্ল হিসেবে দেশে ঝড় তোলা এই নায়িকা অসংখ্য ছোট বড় ছবিতে অভিনয় করে ইতোমধ্যে ফিল্মপাড়ায় সাড়া ফেলেছেন এই শিল্পী। লেখা পড়ার পাশাপাশি অভিনয় করে চলছেন সমান তালে। আলোচনা সমালোচনায়ও অগ্রজ অবস্থানে আছেন তিনি।

ধারাবাহিক কাজের অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক টেলিফিল্ম “উদিয়মান সূর্য”ছবিটি। এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন সাদিয়া আফরিন।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা ‘উদীয়মান সূর্য’ টেলিছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন সাদিয়া আফরিন। এই ছবিতে সাদিয়াকে দেখা যাবে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রুপে। সাদিয়ার মুক্তিযোদ্ধা স্বামী হিসেবে অর্থাৎ নায়ক চরিত্রে থাকবেন সাজ্জাদ সাজু ।

লিনেট মিডিয়া প্রযোজিত টেলিছবিটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা শফিউল আযম শফিক। ১৪ নভেস্বর বিকালে জাতীয় প্রেসক্লাবে এই ছবির শুভ মহরত অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর গাজীপুরে শুরু হবে শুটিং এবং চলতি বছরের ১৬ ডিসেম্বর ঢাকাসহ ১০ জেলায় প্রদর্শিত হবে এই ছবিটি। এই ছবির ব্যবসা থেকে ২০% আয় মানব সেবায় অর্থাৎ, গরীব, দুস্থ এবং অসহায় মানুষদের জন্য ব্যয় করা হবে বলে জানা গেছে ।গল্পে ভিন্নতা থাকার কারণেই এই ছবি কাজ করছেন সাদিয়া।সাদিয়া জানান, টেলিছবিটির মূল বিষয় হলো মানুষের মূল্যবোধ।

আমরা বাঙালী। মতভেদ থাকলেও স্বাধীনতার প্রশ্নে কানো কোনো আপোষ নেই। মুক্তিযুদ্ধ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলেছিলো এবং তাঁর পরিণতি বা ফলাফল কি হয়েছিলো এবং হিন্দু ও মুসলিম বিভেদ নিয়ে নির্মীত হতে যাচ্ছে ‘ উদীয়মান সূর্য’ টেলিছবি। সাদিয়া অভিনয় দিয়েই দর্শকদের মন জয় করতে চান।

10334397_1498925813720390_4683341535370920449_n

ছোট, বড় দুই পর্দাতেই কাজ করতে ভাল লাগে। সঙ্গে সঙ্গে তিনি নাটক, মডেলিং, উপস্থাপনাতেও স্থান করে নিতে চান। সর্বোপরি তিনি অভিনয় জগতেই নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সাদিয়ার গ্রামের বাড়ি পিরোজপুরে। জন্ম বাগেরহাটে। বাবার চাকরির সুবাদে ঢাকাতেই বেড়ে উঠা। ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স পাস করেছেন।

বাংলাদেশী চলচ্চিত্রে নিজ গুণ ও মেধা দিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তিনি । সাদিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স পাস করেছেন।মিরপুর বাংলা কলেজ থেকে একই বিষয়ে মাস্টার্স অধ্যয়ন করছেন তিনি ।মেধাবী এই তারকা পড়ালেখার পাশাপাশি এগিয়ে যাচ্ছেন চলচ্চিত্রেও । ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে অভিনয় শিল্পে কাজ শুরু করে দিয়েছেন সাদিয়া । ছোট পর্দার পাশাপাশি এখন বড় পর্দায়ও কাজ করছেন তিনি । তার অভিনয় শৈল্পিকতা ইতোমধ্যে দর্শকদের মন কেড়েছে । মন কেড়েছে নির্মাতাদেরও । তাই দিন দিন অভিনয় কাজে ব্যাস্ত হয়ে পড়ছেন সাদিয়া।

বিনোদন বিচিত্রায় ২০১১ সালে সেরা ফটোসুন্দরীর প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসা। এরপর জিএম সৈকতের ধারাবাহিক নাটক ‘চিত্রজগৎ’ পথচলা শুরু। হাঁটি হাঁটি পা পা করে অনেকটি পথ হেঁটে এতোদূর এসেছেন। পথচলাটা খুব বেশি দিনের না হলেও এরই মধ্যে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সাদিয়া। একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ইতোমধ্যে তিনি নজর কেড়েছেন বেশ কয়েকজন পরিচালকের। অভিনয় করেছেন ছবিতেও। বদিউল আলম খোকন পরিচালিত ডেয়ারিং লাভার ছবিতে অভিনয় করে প্রথম চলচ্চিত্র অঙ্গনে যাত্রা। এ ছবিতে অভিনয় শিল্পীরা হলেন- শাকিব খান ও অপু বিশ্বাস। ডেয়ারিং লাভার ছবিতে সাদিয়া তার গানের জন্য দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছেন। চলতি বছরের ১১ এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছে ছবিটি। সাদিয়া বর্তমানে কাজ করছেন পরিচালক খোকন রিজভির ভালোবাসলে দোষ কি তাতে ছবিতে।

10735956_1500047816941523_450263203_n

কাজ করেছেন শফিকুল ইসলাম খান পরিচালিত ‘অচেনা হূদয়’ ছবিতে। ভালোবাসলে দোষ কি তাতে ছবিতে সাদিয়ার কো-আর্টিস্ট ছিলেন নায়ক আমিন খানের ছোট ভাই আরব খান। এছাড়া ২২ সেপ্টেম্বর উত্তরার মন্দিরা শুটিং বাড়িতে ‘অচেনা হূদয়’ ছবির গানের সুটিংও শেষ হয়েছে। সায়মন তারেকের গুন্ডামি ছবিতে অভিনয় করবেন সেন্ট্রাল ক্যারেক্টারে। ইতোমধ্যে তিনি বিভিন্ন নাটকেও অভিনয় করেছেন।

এছাড়াও গত ঈদে সাত পর্বের ধারাবাহিক নাটক- নীরবে-নীভৃতে ও অতঃপর বিয়ে। আর একঘণ্টার নাটক-মন্ত্রী সাহেবের কাছের লোকেও অভিনয় করেছেন সাদিয়া । এছাড়া শর্টফিল্ম লাল বানু, যেখানে সাদিয়া লাল বানু চরিত্রে অভিনয় করছেন। সাদিয়া আফরিন- কমনসেন্স, নিশিকাব্য, অদৃশ্য শত্রু, বস, একটি লাভ স্টোরি, ধান্দা, রূপসী নাগিন, জোছনা করেছে আড়ি, ভেলকি চোরা, আপন ঘরে পরবাস, মাগো তোমার জন্য,

আমি শিল্পী মানুষসহ বেশ কটি নাটকে ইতোমধ্যে অভিনয় করেছেন। পাশাপাশি করছেন উপস্থাপনাও। সম্প্রতি মডেল হয়েছেন গ্রিন লাইন কোচ সার্ভিসের একটি বিজ্ঞাপনে। এছাড়া তিনি ভ্যাট ও গ্রামীণ ফোনের বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। তিনি এখন ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার কাজ নিয়ে নিজের মনে বড় করে ছবি আঁকছেন।পাগল বাড়ির প্রেম’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে সাদিয়াকে। কক্সবাজারে চলচ্চিত্রটির শুটিং চলছে। সিনেমাটি পরিচালনা করছেন এম আর সুজন বন্ধু।সাদিয়া প্রথমবারের মতো সিনেমায় মূল নায়িকা হিসেবে অভিনয় করছেন।

এই চলচ্চিত্রের গল্পে সাদিয়াকে মডার্ন মেয়ের চরিত্রে দেখা যাবে। যেকিনা দেশের বাইরে পড়াশোনা করে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *