মনোরম পরিবেশে ঠাকুরগাঁওয়ে স্কুল কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

Slider ফুলজান বিবির বাংলা

received_1868132026758625

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চলছে নির্বাচন ; তবে নেই কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নেই কোন মেজিষ্ট্রেট। এরকম পরিবেশেই সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের মাধ্যমিক বিদ্যালয়সমূহে অনুষ্ঠিত হয়ে গেলো স্কুল কেবিনেট নির্বাচন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০ টায় স্ব-স্ব বিদ্যালয় ক্যাম্পাসে এই ভোটগ্রহণ শুরু হয়।

এসময় শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। বেলা ১২ টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে।

দেশব্যাপী দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া এই স্কুল প্রতিনিধি নির্বাচনকরণ অনুষ্ঠানে ভোট দিতে আসা শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাসের কথা জানায়। সালন্দর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মো. জাকারিয়া হাবিব লিটন জানায়, এরকম অসাধারণ পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

পরে, দুপুর ২ টার পরে স্ব-স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা ভোটের ফলাফল ঘোষণা করতে শুরু করলে আনন্দে ফেটে পড়েন নির্বাচিত প্রতিনিধি ও তাদের সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *