দিদি প্রিয়ঙ্কা চোপড়ার দেখানো পথেই হাঁটলেন পরিণীতিও। অভিনয়ের পর গানেও হাতেখড়ি হল তাঁর। আসন্ন ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’তে গান গেয়েছেন তিনি। মুক্তি পেল তাঁর গাওয়া প্রথম গান ‘মানা কে হাম ইয়ার নহি’। প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে গান গাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকারা।
শাস্ত্রীয় সঙ্গীতের প্রথাগত শিক্ষা রয়েছে পরিণীতির। সেই শিক্ষাকে এ বার কাজে লাগিয়েছেন তিনি। তবে গান গাওয়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাত্কারে পরিণীতি বলেছেন, ‘‘অফার পাওয়া থেকে গান গাওয়া পর্যন্ত স্নায়ুর উপর ভীষণ চাপ পড়েছিল।’’ কউসর মুনিরের লেখা ওই গানে সুর দিয়েছেন শচীন-জিগর।
এর আগে বলিউডে আলিয়া ভট্ট, শ্রদ্ধা কপূর, সোনাক্ষী সিন্হা, প্রিয়ঙ্কা চোপড়ার মতো তারকারা অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন পরিণীতিও। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ মে মুক্তি পাবে ছবিটি।